স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই। প্রথম দফায় ২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রি ট্রান্সফারে ইউভেন্তুসে যোগ দিয়েছিলেন পল পগবা। ১০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। আবারও ওল্ড ট্র্যাফোর্ড থেকে ফ্রি এজেন্ট হিসেবে তুরিনের ক্লাবটিতে পাড়ি জমালেন ফরাসি মিডফিল্ডার।
চুক্তির মেয়াদ শেষে পগবা যে ইউনাইটেড ছাড়বেন, তা ২০২১-২২ মৌসুম চলাকালীনই নিশ্চিত হয়ে গিয়েছিল। আর তিনি যে আবারও ইউভেন্তুসেই ফিরতে যাচ্ছেন, সেটাও প্রায় নিশ্চিত হয়ে যায় তিন দিন আগে।এরপর মেডিকেল ও আনুষ্ঠানিকতা সারার পর সোমবার ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে পগবার চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়া হলো।সেরি আর সফলতম দলটির সঙ্গে এবারও চার বছরের চুক্তি করেছেন পগবা। ২৯ বছর বয়সী ফুটবলার এখানে থাকবেন ২০২৬ সালের জুন পর্যন্ত।প্রথম মেয়াদে ইউভেন্তুসে দারুণ সফল ছিলেন পগবা। মাঝমাঠে দারুণ নৈপুণ্যে খেলা গড়ার পাশাপাশি চার বছরে ৩৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩২টি। চার মৌসুমেই সেরি আ জয়ের পাশাপাশি স্বাদ পেয়েছিলেন আরও কয়েকটি শিরোপার।
এরপর ২০১৬ সালে আট কোটি ৯০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ইউনাইটেডে ফিরেছিলেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। তবে সেখানে সময়টা ভালো কাটেনি তার।ইউনাইটেডে ফেরার পর প্রথম মৌসুমটা অবশ্য ভালোই কেটেছিল পগবার। জিতেছিলেন এফএ কাপ ও ইউরোপা লিগ। তবে এরপর থেকে তার ছন্দপতন। জাতীয় দল ও ইউভেন্তুসে যে মানের পগবাকে দেখা গেছে, তা দেখা যায়নি ইউনাইটেডের জার্সিতে।তাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি।