স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ নভেম্বর: নেশন্স লিগে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, বুকায়ো সাকা, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিস, লিভাই কোলউইল, কোল পালমার ও গোলকিপার অ্যারন রামসডেলকে।অ্যাস্টন ভিলার মর্গ্যান রজার্স প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও দলে যুক্ত করা হয়েছে জ্যারড বাওয়েন ও জ্যারাড ব্রান্থওয়েটকে। আগে ডাক পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও মাঠে নামতে না পারা টিনো লিভ্রামেন্টো ও জেমস ট্র্যাফোর্ডকেও যোগ করা হয়েছে দলে।
বৃহস্পতিবার এথেন্স গ্রিসের বিপক্ষে খেলবে ইংল্যান্ড, তিন দিন পর লড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচ দিয়েই শেষ হবে কোচ হিসেবে লি কার্সলির দায়িত্ব।গত ইউরোর পর গ্যারেথ সাউথগেট সরে দাঁড়ানোর আন্তবর্তীকালীন দায়িত্ব পালন করে আসছিলে কার্সলি। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে টমাস টুখেলের দায়িত্ব।নেশন্স লিগের ‘বি’ লিগে দুই নম্বর গ্রুপে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস।