Thursday, December 26, 2024
বাড়িখেলা‘লজ্জাজনক ও অপমানজনক’, ইউটিউব তারকাকে মাঠে নামানোয় আর্জেন্টাইন ফুটবলে তোলপাড়

‘লজ্জাজনক ও অপমানজনক’, ইউটিউব তারকাকে মাঠে নামানোয় আর্জেন্টাইন ফুটবলে তোলপাড়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ নভেম্বর:  ইভান রাউল বুয়াখেরুক ফের্নান্দেস, যিনি সামাজিক মাধ্যমে পরিচিত ‘Spreen’ নামে, তাকে সোমবার নিজেদের মাঠে সেরা একাদশে রাখে রিয়েস্ত্রা। লীগের শীর্ষ দল ভেলে সারফিলের বিপক্ষে ম্যাচে তাকে নামানো হয় স্ট্রাইকার হিসেবে ।অবশ্য এক মিনিটও মাঠে রাখা হয়নি তাকে। একবারও বলে স্পর্শ করতে পারেননি তিনি। ৫০ সেকেন্ডেই তাকে তুলে নেওয়া হয়। কিন্তু এই ঘটনা নিয়ে বিতর্কে এখন উত্তাল আর্জেন্টাইন ফুটবল।

২৪ বছর বয়সী ফের্নান্দেস আর্জেন্টিনায় তুমুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় ৮০ লাখ, ইনস্টাগ্রামে অনুসারী ৫০ লাখের বেশি। এছাড়া আমেরিকান ভিডিও লাইভ-স্ট্রিমিং সাইট টুইচ-এ তার অনুসারী ১ কোটির কাছাকাছি।অপ্রথাগত ও চমকপ্রদ প্রচারণা ও বিপণন কৌশলের জন্য আর্জেন্টাইন ফুটবলে পরিচিতি আছে দেপোর্তিভো রিয়েস্ত্রার। পেশাদার ফুটবলে কোনো অভিজ্ঞতা বা সংস্পর্শ না থাকলেও ওই ইনফ্লুয়েন্সারকে মাস দুয়েক আগে চুক্তিবদ্ধ করে ক্লাবটি এবং আর্জেন্টাইন ফুটব অ্যাসোসিয়েশনেও তাকে নিবন্ধন করানো হয়।

এটিকে ক্লাবের প্রচারণার অংশ হিসেবেই দেখা হচ্ছিল। তখনও সমালোচনা হয়েছিল। তবে এবার সত্যিই তাকে মাঠে নামিয়ে দেওয়ায় সমালোচনার স্রোত চারপাশে।ম্যাচ শুরু হতেই টিভি ধারাভাষ্যকার বিস্ময়ভরা কণ্ঠে বলেন, “সে তো এমনকি এটাও জানে না যে, মাঠে কোথায় দাঁড়াতে হয়… অবিশ্বাস্য। এটা লজ্জাজনক, ফুটবলের জন্য চূড়ান্ত অপমানজনক…।”রিয়েস্ত্রা ক্লাবের কর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, এটা প্রচারণারই অংশ এবং ক্লাবের মূল স্পন্সর খোঁজার একটি চেষ্টার প্রক্রিয়া। একটি এনার্জি ড্রিংকস কোম্পানির সঙ্গে তাদের আলোচনার অংশ এটি।

রিয়েস্ত্রার অধিনায়ক মিল্টন সেলিস সংবাদমাধ্যমকে জানান, ক্লাবের স্বত্বাধিকারী ভিতো স্তিনফালে, মূল স্পন্সর এনার্জি ড্রিংক কোম্পানিটিও যা মালিকানাধীন, তার কাছ থেকেই এই ভাবনাটা এসেছে।ওই ইনফ্লুয়েন্সারের ফুটবল স্কিল নিয়ে জিজ্ঞাসা করা হলে রিয়েস্ত্রা অধিনায়ক শুধু বলেন, ‘স্ট্রিমার হিসেবে সে এক নম্বর…।”রিয়েস্ত্রার কোচ ক্রিস্তিয়ান ফাবিয়ানি জানান, ভেলে সারফিলের কোচকে তিনি আগেই এটা জানিয়ে রেখেছিলেন।

“আমি তাকে (প্রতিপক্ষ কোচ) বলেছিলাম যে, চুক্তিগত কারণে তাকে (ইউটিউবার) খেলাতে হবে, কারণ এই ক্লাব অনেকটাই নির্ভর করে প্রচারণার ওপর। চুক্তিটি বেশ আগেই হয়েছিল। তিনি হেসে বলেছিলেন, আধ ঘণ্টার মতো তাকে মাঠে ছেড়ে দিতে।”রিয়েস্ত্রা কোচ নিশ্চিত করেন, অভিষেক ম্যাচটিই তার ক্লাবে ওই সামাজিক মাধ্যম তারকার শেষ ম্যাচ।আলোচনায় উঠে আসতেই যে এটি করেছে ক্লাবটি, তা নিয়ে কোনো সংশয় নেই কারও। তবে তাতে সমালোচনা কমছে না। সামাজিক মাধ্যমে তো তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেকেই।

ভেলে সারফিলের হয়ে এই ম্যাচে গোল করা স্ট্রাইকার ব্রায়ান রোমেরোর যেমন বলছেন, “আজকে যা হয়েছে, সেটিতে ফুটে উঠেছে ফুটবলের প্রতি সম্মানের ঘাটতি। সমাজের প্রতি ভুল বার্তা দেওয়া হয়েছে, যে বাচ্চারা অনেক কষ্ট করছে ফুটবলার হওয়ার জন্য, তাদের প্রতি ভুল বার্তা গিয়েছে। ফুটবল এমন নয়..।”আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হুয়ান সেবাস্তিয়ান বেরন, যিনি এখন এস্তুদিয়ান্তে দে লা প্লাতা ক্লাবের চেয়ারম্যান, তিনি সামাজিক মাধ্যমে লিখেন, “ফুটবল ও ফুটবলারদের প্রতি চূড়ান্ত অসম্মানজনক।”

আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওন তাদের ওয়েবসাইটে লিখেছে, “এক মিনিটে যেভাবে অসম্মান করা হলো আর্জেন্টিনার ফুটবলের ইতিহাস ও ভবিষ্যতকে…।”ম্যাচটি অবশ্য রিয়েস্ত্রার জন্য ছিল দারুণ। শীর্ষ দল ভেলে সারফিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।শীর্ষ লিগে প্রথমবার খেলতে এসেই বেশ চমক দেখিয়ে যাচ্ছে রিয়েস্ত্রা। ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে তারা। ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভেলে সারফিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য