Friday, January 24, 2025
বাড়িখেলাআমুরির আগমনের দিন ইউনাইটেড ছাড়লেন ফন নিস্টলরয়

আমুরির আগমনের দিন ইউনাইটেড ছাড়লেন ফন নিস্টলরয়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ নভেম্বর:  পর্তুগিজ কোচ আমুরি ইউনাইটেডে পা রাখেন সোমবার। একই দিন ফন নিস্টলরয়ের বিদায়ের ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।গত জুলাইয়ে সহকারী কোচ হিসেবে দুই বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন ফন নিস্টলরয়। দলের টানা বাজে পারফরম্যান্সে গত মাসের শেষ দিকে প্রধান কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে।তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের (তিন জয়, এক ড্র) সবগুলোতে অপরাজিত থাকে ইউনাইটেড। রোববার লিগে লেস্টার সিটিকে হারায় তারা ৩-০ গোলে।

৪৮ বছর বয়সী ফন নিস্টলরয় বেশ কয়েকবার বলেছিলেন, আমুরি দায়িত্ব নেওয়ার পরও যেকোনো ভূমিকায় ক্লাবে থাকতে প্রস্তুত তিনি। তার সেই চাওয়া পূর্ণ হলো না।ফন নিস্টলরয়কে সম্মান করলেও, নিজের আগের ক্লাব স্পোর্তিং লিসবনের সহকারীদের নিয়েই নতুন ক্লাবে কাজ করতে চান আমুরি।খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে পাঁচ মৌসুমে ২১৯ ম্যাচে ১৫০ গোল করেন ফন নিস্টলরয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য