স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ অক্টোবর : ‘ইউরোপে ইতিহাস গড়েছি, এবার সৌদিতে ইতিহাস গড়তে চাই’- সৌদি আরবের কোচের দায়িত্ব নিয়ে এভাবেই বলেছিলেন রবের্তো মানচিনি। কিন্তু ইতিহাস গড়া তো দূরের পথ, বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় চাকরিই ছাড়তে হলো তাকে মেয়াদ শেষের অনেক আগে।সৌদি ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে জানায়, পারস্পরিক সমঝোতায় কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মানচিনি।
ইতালি হয়ে ২০২১ ইউরোজয়ী কোচ গত বছরের অগাস্টে দায়িত্ব নিয়েছিলেন সৌদি আরবের। মেটা অঙ্কের পারিশ্রমিকে তিনি ইতালি ছেড়ে সৌদি আরবের কোচ হয়েছিলেন বলে খবর প্রকাশ করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম।তার দায়িত্বের মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু ১৪ মাসেই শেষ হলো তার এই অধ্যায়।মানচিনির কোচিংয়ে এই বছর এশিয়ান কাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় সৌদি আরব। সেই ম্যাচে টাইব্রেকারের সময় আগেই মাঠ ছেড়ে যাওয়ায় তুমুল সমালোচনা হয় তার। পরে তিনি ক্ষমা চান ওই ঘটনার জন্য।
বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলে ‘সি’ গ্রুপে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছে সৌদি আরব। গত ১০ অক্টোবর জাপানের কাছে তারা ২-০ গোলে হেরে যায় দেশের মাঠে। পাঁচ দিন পর গোলশূন্য ড্র করে বাহরাইনের সঙ্গে।ইতালির হয়ে ইউরো জয়ের আগে ক্লাব ফুটবলে সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার ছিল মানচিনির। ইন্টার মিলানের হয়ে তিনবার সিরি আ জয়, ম্যানচেস্টার সিটির হয়ে ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগে সেই বিখ্যাত শিরোপা ছাড়াও ক্লাব ফুটবলে অনেক সাফল্য তার আছে।