Tuesday, March 18, 2025
বাড়িখেলাতিন পেনাল্টি ঠেকালেন জিরোনার আর্জেন্টাইন গোলকিপার, কোচ বললেন ‘অবিশ্বাস্য’

তিন পেনাল্টি ঠেকালেন জিরোনার আর্জেন্টাইন গোলকিপার, কোচ বললেন ‘অবিশ্বাস্য’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ অক্টোবর: লা লিগায় রোববার নাটকীয়তায় ঠাসা ম্যাচটিতে আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারায় জিরোনা।শেষ সময়ে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ক্রিস্তিয়ান স্তুয়ানি। তবে জিরোনার জয়ের মূল নায়ক গাস্সানিগা।ম্যাচের প্রথমার্ধে পেনালিট পায় বিলবাও। ২৮তম মিনিটে ওই পেনাল্টি নেন অ্যালেক্স বেরেঙ্গার। কিন্তু শটে জোর ছিল না বেশি। বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে বল নিজের হাতে জমান গাস্সানিগা।৩৯তম মিনিটে গোল করে এগিয়ে যায় জিরোনা। মিনিট দুয়েক পরই সমতা ফেরায় বিলবাও।৫৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বিলবাও। এবার শট নিতে এগিয়ে আসেন দলের বড় ভরসা অভিজ্ঞ ইনাকি উইলিয়ামস। তিনি শট নেন সোজাসুজি। এবার পা দিয়ে ঠেকিয়ে বল ধরে ফেলেন গোলকিপার গাস্সানিগা।

কিন্তু শট নেওয়ার আগেই গাস্সানিগা লাইন ছেড়ে এগিয়ে আসায় ওই পেনাল্টি আবার নেওয়ার সিদ্ধান্ত জানান রেফারি। এবার বেরেঙ্গার বা উইলিয়ামস নন, পেনাল্টির দায়িত্ব পান আন্দের এরেরা। কিন্তু তিনিও মারেন সোজাসুজি। পা দিয়ে ঠেকিয়ে দেন জিরোনার ৩২ বছর বয়সী গোলকিপার।বারবার সুযোগ হাতছাড়া করার খেসারত শেষ পর্যন্ত দিতে হয় বিলবাওকে। ৯০ মিনিট শেষে যোগ করা হয় ৯ মিনিট। নবম মিনিটেই পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন জিরোনার উরুগুয়ের ফরোয়ার্ড স্তুয়ানি। ম্যাচজুড়ে দারুণ খেলা বিলবাওয়ের গোলকিপার অবশ্য বলে হাত ছোঁয়াতে পেরেছিলেন, কিন্তু ঠেকাতে পারেননি।ম্যাচের পর জিরোনার কোচ মিচেল বললেন, তিনটি পেনাল্টি ঠেকানো বিশ্বাস করতে পারছেন না তিনিও।“ইশ্বর কিংবা গাস্সানিগার প্রতি কৃতজ্ঞতা…।”

“তৃতীয় পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল, দুবার বাঁচিয়েছে, ঠিক আছে, আর হব না। কিন্তু গাস্সানিগা অবিশ্বাস্যভাবে তিনবার রক্ষা করেছে আমাদেরকে, যা দলের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। তা না হলে কী হতো, ভাবতে পারছি না।”আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচ খেলা গাস্সানিগা অবশ্য নিজের পারফরম্যান্সে উচ্ছ্বাসের চেয়ে বেশি তুলে ধরলেন সতীর্থদের কৃতিত্ব।“দল তিন পয়েন্ট পেয়েছে, এতেই আমি খুশি। এরকম ম্যাচ আর হয়েছে বলে মনে পড়ে না। গোলকিপিং কোচের সঙ্গে পেনাল্টি নিয়ে কাজ করছি এবং আজকে তা কাজে দিয়েছে। তবে দলের কথাই বলব আমি। সবাই ভালো খেলেছে, তাদের সহায়তা ছাড়া এটা সম্ভব ছিল না।”

পেনাল্টিতে সুযোগ হাতছাড়া ফুটবলারদের একজন ইনাকি উইলিয়ামস ম্যাচ শেষে কাঠগড়ায় দাঁড় করালেন নিজেদেরই।“কোনো অজুহাত থাকতে পারে না। আমরা তিনটি পেনাল্টিতে ব্যর্থ হয়েছি। নিজের দায় মেনে নিচ্ছি আমি। তিনটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা… এরকম আসরে এটা হতে পারে না।”গত মৌসুমে চমকপ্রদ পারফরম্যান্সে লা লিগায় তৃতীয় হওয়া জিরোনা এবার মৌসুমের শুরুটা ভালো করতে পারেননি। চার ম্যাচ পর তারা জয়ের দেখা পেল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন আছে পয়েন্ট তালিকার ১১তম স্থানে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে বিলবাও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য