স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ অক্টোবর: চলতি মৌসুমের শুরুটা বেশ ভালো করেছেন দেম্বেলে। ফরাসি লিগে ছয় ম্যাচে চারটি গোল করার পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেছেন। ভালো ছন্দে থাকায় কোচের আস্থাও অর্জন করে নিতে পেরেছেন বলে মনে হচ্ছিল।কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার আর্সেনালের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ২৭ বছর বয়সী এই উইঙ্গারকে রাখেননি এনরিকে।এরপর থেকেই নানা জল্পনা জমতে থাকে। শুক্রবার ফরাসি লিগে রেনের বিপক্ষে পিএসজির ৩-১ গোলের জয়ের পর ম্যাচ শেষে কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় দেম্বেলেকে। ফরাসি সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দুজনের মতবিরোধের।তবে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগের দিন এসব খবর উড়িয়ে দিলেন এনরিকে। পিএসজি কোচের দাবি, পারস্পরিক বিরোধ বা তর্কের মতো কোনো ঘটনা ঘটেনি।
“কেউ যদি দলের প্রয়োজনীয়তা মেনে চলতে না পারে, এটির মানে সে বা তারা প্রস্তুত নয়। যেটা বোঝাতে চাইছি, এরকম গুরুত্বপূর্ণ একটি সপ্তাহে, গুরুত্বপূর্ণ ম্যাচ যখন সামন, তখন প্রতিটি ফুটবলারকে পুরোপুরি তৈরি থাকতেই হবে।”“আমার চাওয়া হলো দলের জন্য সবচেয়ে সেরা সিদ্ধান্ত নেওয়া এবং এজন্যই আমার এই সিদ্ধান্ত (দেম্বেলেকে বাইরে রাখা)। আমি চাই না, এই ঘটনা নিয়ে কোনো নাটক তৈরি হোক। তার (দেম্বেলে) সঙ্গে আমার কোনো তর্কাতর্কি হয়নি। সমস্যাটা ছিল দলের প্রতি তার দায়িত্বের ক্ষেত্রে। এছাড়া অন্য কিছু নয়।”
দেম্বেলের ঘটনার গভীরে যেতে চাইলেন না এনরিকে বা পুরোপুরি খোলাসা করলেন না। তবে আবারও ইঙ্গিত দিলেন, দলীয় ঐক্যের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না তিনি। কোচ সাফ জানিয়ে দিলেন, ভবিষ্যতেও প্রয়োজন পড়লে এমন সিদ্ধান্ত নিত তিনি পিছপা হবে না। “আপনারা মনে করে, একটি দল গড়া খুব সহজ। বোতাম চাপলেই ১১ জন ফুটবলার খেলা শুরু করবে এবং সবকিছু ভালোভাবে চলতে থাকবে। কিন্তু তা তো নয়। একটা দল গড়তে সময় ও কিছু পরিস্থিতি লাগে, যা অনেক সময় কঠিন হতে পারে। গতকাল আমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু আমি মনে করি, এটা উপযুক্ত সিদ্ধান্ত, কোনো সংশয় নেই।”
“প্রয়োজন পড়লে এই ধরনের সিদ্ধান্ত আরও ১০০ বার নেব। তার মানে এই নয় যে, এ সিদ্ধান্ত অপরিবর্তনীয়। তবে দলের সবচেয়ে ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। আমি এমনটিই মনে করি।”পিএসজিকে একটা দল হিসেবে গড়ে তুলতে না পারলে দায়িত্ব ছেড়ে চলে যাবেন বলেও ঘোষণা দিয়ে রাখলেন ৫৪ বছর বয়সী কোচ।“আমি গত মৌসুমে পিএসজির দায়িত্ব নিয়েছি একটা দল গড়ে তুলতে। এই নিশ্চয়তা আমি দিতে পারি যে, প্যারিসে শেষ দিনটি পর্যন্ত চেষ্টা করে যাব দল দাঁড় করাতে। এমন একটি দল যারা সাহসী ও ভয়ডরহীন ফুটবল খেলবে বা অন্তত চেষ্টা করবে। যেদিন মনে হবে, এটা পারব না, সেদিন বাড়ি ফিরে যাব।”