Tuesday, October 8, 2024
বাড়িবিশ্ব সংবাদচীনের সাংহাইয়ে সুপারমার্কেটে ছুরি হামলায় নিহত ৩, আহত ১৫

চীনের সাংহাইয়ে সুপারমার্কেটে ছুরি হামলায় নিহত ৩, আহত ১৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ অক্টোবর: চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার রাতে এক ব্যক্তি ওই সুপারমার্কেটের ভেতরে ছুরি নিয়ে উন্মত্তের মতো হামলা চালায়।মঙ্গলবার বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে তিনজন মারা যান।স্থানীয় সময় রাত ৯টা ৪৭ মিনিটে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে লিন (৩৭) নামের হামলাকারীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ‘অর্থনৈতিক অসন্তোষের কারণে ব্যক্তিগত রাগ প্রকাশের জন্য’ লিন সাংহাইয়ে এসেছিল।বিবিসি জানিয়েছে, নগরীর দক্ষিণপশ্চিমাংশের ঘনবসতিপূর্ণ সোংজিয়াং এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এলাকাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে।হাসপাতালে চিকিৎসাধীন আহতরা শঙ্কামুক্ত বলে জানা গেছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।চীনে অগ্নেয়াস্ত্র নিষিদ্ধ, কিন্তু গত কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।

সেপ্টেম্বরে চীনের দক্ষিণাঞ্চলে নিজ স্কুলের কাছে ছুরির আঘাতে ১০ বছর বয়সী একটি জাপানি বালক নিহত হন।এর আগে জুনে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় জিলিনের একটি পার্কে ছুরি হামলার আরেক ঘটনায় চার মার্কিন প্রশিক্ষক আহত হন।আর মে মাসে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়ুনানের এক হাসপাতালে এক ব্যক্তির ছুরির আঘাতে দুইজন নিহত ও আরও ২১ জন আহত হন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য