স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ আগস্ট: ম্যানচেস্টার সিটির ফুটবলার হয়েও একরকম যাযাবর জীবন কাটাচ্ছিলেন জোয়াও কান্সেলো। অবশেষে থিতু হওয়ার একটি ঠিকানা তিনি খুঁজে পেলেন। পর্তুগিজ এই ফুটবলার যোগ দিলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে।বেশ কয়েক দিন ধরেই অবশ্য গুঞ্জনটি শোনা যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার ম্যানচেস্টার সিটি ও আল হিলাল আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করে।
সৌদি ক্লাবটিতে তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন কান্সেলো। আর্থিক বিষয়াদি বিস্তারিত জানা যায়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ২ কোটি ১০ লাখ পাউন্ডে আল হিলালে নাম লিখিয়েছেন তিনি। ৩০ বছর বয়সী ডিফেন্ডার সেখানে পারিশ্রমিক পাবেন বছরে দেড় কোটি পাউন্ড।আল হিলালের মূল লক্ষ্য ছিল অবশ্য সিটির আরেক ডিফেন্ডার কাইল ওয়াকারকে দলে নেওয়া। সেখানে ব্যর্থ হয়ে কান্সেলোর দিকে নজর দেয় তারা।
কান্সেলোর সিটি ছেড়ে যাওয়া একরকম অবধারিতই হয়ে উঠেছিল। ক্লাবের সঙ্গে তার সম্পর্ক বিষিয়ে উঠেছিল বেশ আগেই।শুরুটা অবশ্য দারুণ ছিল। ইউভেন্তুস থেকে ২০১৯ সালে সিটিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। দলের টানা ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন। মৌসুম-সেরা একাদশেও জায়গা পান। কিন্তু পরের মৌসুমে সেই ধারাবাহিকতা থাকেনি। শুরুর একাদশে জায়গা হারান তিনি। মৌসুমের মাঝপথে তাকে ধারে পাঠানো হয় বায়ার্ন মিউনিখে।ধার শেষে নিজ ক্লাবে ফিরলেও খেলার সুযোগ তার হয়নি। বাইরে বসেই কাটাতে হয় মৌসুমের শুরুর সময়টা। এরপর তাকে ধারে পাঠানো হয় বার্সেলোনায়।
মৌসুমের শেষ দিকে সিটির ওপর ক্ষোভ উগড়ে দিয়ে প্রকাশ্যে প্রচণ্ড সমালোচনা করেন তিনি। ক্লাবে তার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে তাতে। এবার সম্পর্ক চুকেবুকেই গেল।সবশেষ দেড় বছরে সিটির হয়ে না খেললেও দলটির হয়ে মোট তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন কান্সেলো। এছাড়াও জিতেছে এফএ কাপ ও লিগ কাপের শিরোপা। এর আগে বায়ার্নের হয়ে জিতেছেন বুন্ডেসলিগা, ইউভেন্তুসের হয়ে জিতেছেন সিরি আ। ক্যারিয়ারের শুরুতে বেনফিকার হয়ে জিতেছেন পর্তুগিল লিগ।আল হিলালে তিনি সতীর্থ হিসেবে পাবেন নিজ দেশের রুবেন নেভেস, ব্রাজিলের নেইমার, ম্যালকম, সেনেগালের কালিদু কুলিবালি, মরক্কোর ইয়াসিন বোনুর মতা তারকাদের।