Wednesday, September 11, 2024
বাড়িখেলাভবিষ্যতে তাকিয়ে আলিসনের বিকল্প ঠিক করে রাখল লিভারপুল

ভবিষ্যতে তাকিয়ে আলিসনের বিকল্প ঠিক করে রাখল লিভারপুল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ আগস্ট: এবারের ইউরোতে জর্জিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করা মামারদাশভিলি আগামী মৌসুমের আগে যোগ দেবেন লিভারপুলে। এই মৌসুম তিনি কাটাবেন এখনকার ক্লাব ভালেন্সিয়াতেই।তার চুক্তির আর্থিক ব্যাপারটি খোলাসা করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ৩ কোটি পাউন্ডে ২৩ বছর বয়সী এই গোলকিপারকে দলে নিয়েছে লিভারপুল।আলিসনর বয়স এখন ৩১। গোলকিপারদের জন্য খুব বেশি নয় মোটেও। তবে তার পারফরম্যান্সে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে প্রায়ই। বিশেষ করে, গত দুই বছরে বেশ কিছু ভুল তিনি করেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে। কেলেহার নানা সময়ে প্রতিভার ঝলক দেখিয়েছেন। তবে ২৫ বছর বয়সী আইরিশ গোলকিপার এখনও পরীক্ষিত নন। ইএসপিএনের খবর, ভবিষ্যৎ ভেবেই মামারদাশভিলিক দলে আনছে লিভারপুল।আর্না স্লট কোচ হয়ে আসার পর এই প্রথম কোনো ফুটবলারকে দলে নেওয়ার চুক্তি করল লিভারপুল।এবারে ইউরোতে গ্রুপ পর্বের তিন ম্যাচে ২১টি সেভ করে নজর কেড়েছিলেন মামারদাশভিলি, টুর্নামেন্টের ইতিহাসে যা যৌথভাবে সর্বোচ্চ।ভালেন্সিয়ার হয়ে তিনি খেলেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে ১০২টি ম্যাচ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য