স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ জুন: শুক্রবার ভোর ছয়টায় কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। এর আগের দিন মার্শের সংবাদ সম্মলেনের বড় অংশ জুড়ে থাকলেন মেসি।লাইপজিগ ও লিডসের সাবেক কোচ বললেন, ম্যাচে আর্জেন্টিনা অধিনায়কের প্রভাব যতটা সম্ভব কমিয়ে রাখতে চান তিনি। তবে মানছেন বাস্তবতাও।
“একটি সংগঠিত ও সুশৃঙ্খল দল খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। একটি আগ্রাসী দল যাদের খেলোয়াড়রা নির্ভয়, একটা দল যারা বলকে তাড়া করবে (তাদের পক্ষে এটা সম্ভব)।”“মেসির ক্ষেত্রে চ্যালেঞ্জ কেবল তার উঁচু মানই নয়, ম্যাচে তার সেই সব মুভও। সে সব সময় কেবল একটা জায়গাতেই দেখা দেবে না।”আরও অনেক দলের মতো কানাডার পরিকল্পনার বড় অংশ জুড়ে আছেন আটবারের ব্যালন দ’র জয়ী মেসি। মার্শ চান, ম্যাচে যত সম্ভব কম বলের নাগাল পান আর্জেন্টাইন মহাতারকা।
“যখনই সে বল পায়, যেভাবে কম্বিনেশন গড়ে তুলে, আত্মবিশ্বাস যোগায়, স্থিতিশীলতা আনে এবং উঁচু মান দেখায় এটা অনন্য, তাই নয় কী? আর এগুলোই তাকে সর্বকালের সেরা করে তুলেছে।”গত মাসে কানডার কোচ হওয়ার পর মাত্র দুটি প্রস্তুতি ম্যাচে দলকে দেখার সুযোগ হয়েছে মার্শের। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে হারের পর ফ্রান্সের বিপক্ষে গোল শূন্য ড্র করে দল। সময় হিসেবে বড্ড কম।তবে মেসির বিপক্ষে খেলা ও তার প্রতিপক্ষ দলকে কোচিং করানোর অভিজ্ঞতায় আর্জেন্টিনার বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের ৫০ বছর বয়সী কোচ।
“আমি মেসির বিপক্ষে খেলেছি। তার বিপক্ষ দলকে কয়েকবার কোচিং করিয়েছি। তার বিপক্ষে কিছু সাফল্যও আছে। তবে সে সব সময়ই পার্থক্য গড়ে দেওয়ার পথ খুঁজে নিতে পারে, কারণ তার মানই বিস্ময়কর। তাই এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।”“আমার মনে হয়, (মেসিকে আটকানোর সম্ভাব্য উপায়) সব সময় সজাগ থাকা যে সে কোথায় আছে এবং নিশ্চিত করা যে সে খোলা জায়গা পাচ্ছে না। তার জন্য জায়গা বন্ধ করা এবং কাজটা তার জন্য কঠিন করে তোলা।”‘এ’ গ্রুপে কানাডার অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।