Saturday, March 22, 2025
বাড়িরাজ্যবন্যা হাতির ধাওয়া খেয়ে গুরুতর আহত কৃষক

বন্যা হাতির ধাওয়া খেয়ে গুরুতর আহত কৃষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : বন্যা হাতির তাণ্ডবে অতিষ্ঠ মুঙ্গিয়াকামি এলাকার জনজাতিরা। বৃহস্পতিবার সকালে বন্যা হাতির ধাওয়া খেয়ে গুরুতর আহত এক কৃষক। আহত কৃষকের নাম পারেন্দ্র দেববর্মা, বয়স ৬৫ বছর। আহত কৃষক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

 আহত ব্যক্তির ছোট ভাই জানান বৃহস্পতিবার ভোরে পরিবারের সকলের মুঙ্গিয়াকামী নিজ বাড়িতে ছিলেন। সেই সময় বন্য হাতি তাদের বাড়ির সন্নিকটে চলে আসে। প্রান বাঁচানোর জন্য পরিবারের সকলে ছুটতে থাকে। সেই সময় পরে গিয়ে গুরুতর ভাবে আহত হন পারেন্দ্র দেববর্মা। প্রায় সময় এলাকায় বন্য হাতি তাণ্ডব চালায় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য