Sunday, June 23, 2024
বাড়িখেলাকোহলির সঙ্গে সম্পর্ক কেমন, সেটা সবার জানার প্রয়োজন নেই, বললেন গম্ভীর

কোহলির সঙ্গে সম্পর্ক কেমন, সেটা সবার জানার প্রয়োজন নেই, বললেন গম্ভীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ মে; বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয়। আইপিএলে একাধিকবার বিরোধে জড়াতে দেখা গেছে দুজনকে। এবারের আইপিএলে অবশ্য ভিন্ন চিত্র দেখা গিয়েছিল। তবুও দুজনের দ্বন্দ্ব নিয়ে এখনো কান পাতলেও নানা কথা শোনা যায়। এবার গম্ভীর স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে কোহলির সম্পর্ক কেমন, সেটা সবার জানার প্রয়োজন নেই।‘স্পোর্টসক্রীড়া’কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলেছেন, ‘যা ধারণা (সম্পর্ক নিয়ে) করা হয়, তা বাস্তব থেকে অনেক দূরে। আমার ও বিরাট কোহলির সম্পর্ক কেমন, তা এ দেশের মানুষের জানার প্রয়োজন নেই।

নিজেদের প্রকাশ করার অধিকার, নিজেদের দলকে সর্বোচ্চ দিয়ে জেতানোর চেষ্টা করার অধিকার আমাদের আছে। আমাদের সম্পর্ক জনতাকে আলোচনার খোরাক দেওয়া নয়এবারের আইপিএলে কলকাতা–বেঙ্গালুরু ম্যাচের সময় দুজন হাত মিলিয়ে একে অপরকে আলিঙ্গন করেছেন। এ সময় দুজনকে কিছু সময় হাসিমুখে কথা বলতেও দেখা যায়। দুজনের মধ্যে এই সম্পর্কটা প্রয়োজনও বোধ হয়। কারণ, শোনা যাচ্ছে, ভারতের ছেলেদের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে গম্ভীর এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হবে। এরই মধ্যে নতুন কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবারের আইপিএলে মেন্টর হিসেবে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। কলকাতা এখন পর্যন্ত তিনবার আইপিএল শিরোপা জিতেছে। এর আগে ২০১২ ও ২০১৪ সালে কলকাতাকে অধিনায়ক হিসেবে শিরোপা জিতিয়েছেন গম্ভীর। কলকাতাকে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে বানানোতে চোখ এখন গম্ভীরের, ‘আমরা এখনো মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের চেয়ে দুটি ট্রফি কম জিতেছি। হ্যাঁ, আমি আজকে খুশি, সন্তুষ্ট। তবে এখনো ক্ষুধা আছে, আমরা এখনো আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হতে পারিনি। সেটা হতে গেলে আরও তিনটি ট্রফি জিততে হবে। তিনটি ট্রফি জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তাই পরবর্তী লক্ষ্য হচ্ছে, কেকেআরকে আইপিএল ইতিহাসের সেরা দল হিসেবে তৈরি করা। এর চেয়ে ভালো কোনো অনুভূতি হতে পারে না।’

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য