Saturday, April 20, 2024
বাড়িখেলামহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলার ঝুলন

মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলার ঝুলন

মাউন্ট মাউঙ্গানুই (নিউজিল্যান্ড), ১২ মার্চ (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড করলেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ঝুলন। তাঁর ঝুলিতে রয়েছে ৪০ উইকেট।

এদিনের ওয়েস্ট ইন্ডিজের পরাজয় নিশ্চিত। ৩৬ ওভারে বল করতে আসেন অভিজ্ঞ ঝুলন গোস্বামী। ২৭ বল খেলে ফেলা আনিসা মহম্মদকে (২) ক্যাচ তুলিয়ে আউট করলেন ভারতের ঝুলন। সেই ওভারে একটি রানও দেননি তিনি। মেডেন উইকেট। এই উইকেটটি পেতেই একা ঝুলন হয়ে গেলেন সেই বোলার যিনি বিশ্বকাপে পেলেন ৪০ টি উইকেট। ভারতের করা ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ করে ৪০.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য