নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ভারতে কোভিডের সংক্ৰমণ নিরন্তর হ্রাস পাচ্ছে, এই পরিস্থিতিতে আগামী ১৪ মার্চ (সোমবার) থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আগামী সোমবার বেলা এগারোটা থেকেই রাজ্যসভা ও লোকসভায় স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। তবে, কোভিডের সতর্কতা এখনও থাকছেই। সংসদের উভয়কক্ষে থাকবে কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ।
লোকসভা ও রাজ্যসভা, সংসদের উভয়কক্ষে সাংসদের বসার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। এছাড়াও প্রেস গ্যালারিতে সীমিত বসার আসন-সহ মিডিয়ার জন্য সীমাবদ্ধ প্রবেশাধিকার আগের মতোই থাকছে। প্রসঙ্গত, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ মার্চ বেলা এগারোটা থেকে, চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।
সূত্রের খবর, বাজেট অধিবেশনে প্রত্যহ অতিরিক্ত ১ ঘন্টা করে চলবে সভা। বাজেট অধিবেশন চলাকালীন প্রত্যহ ১০-৩ টের বদলে, ১১ থেকে ৬টা পর্যন্ত চলবে সভা। রাজ্যসভাও কাজের জন্য অতিরিক্ত ১৯ ঘণ্টা সময় পাবে বলে সূত্রের খবর। জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত কাজের জন্য অতিরিক্ত ৬৪ ঘণ্টা সময় পাবে রাজ্যসভা।