Sunday, September 8, 2024
বাড়িখেলামেসির ছেলে বলে কথা—নাটমেগ করার পর ফাউলের শিকার, এরপরও গোল

মেসির ছেলে বলে কথা—নাটমেগ করার পর ফাউলের শিকার, এরপরও গোল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মে: লিওনেল মেসি মাঠে নামলেই কিছু একটা করবেন। হয় গোল, নয়তো অসাধারণ কোনো অ্যাসিস্ট। যে ম্যাচে তিনি এর কোনোটিই করবেন না, সেই ম্যাচেও দুর্দান্ত ড্রিবলিং বা চোখে লেগে থাকার মতো ফ্রি–কিক অথবা অন্য যেকোনো জাদুকরি মুহূর্ত উপহার দেবেন।লিওনেল মেসির ছেলে মাতেও যেন বাবার পথ ধরেই এগোচ্ছে। বল নিয়ে মাঠে নামলে কিছু না কিছু করবে সে। এই তো কিছুদিন আগে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে দুর্দান্ত খেলে নজর কেড়েছিল মেসির মেজ ছেলে মাতেও। এবার ইন্টার মায়ামির মাঠে বল নিয়ে নেমে দেখাল আরেক জাদু।

মেসিকে রুখতে যেমন গলদঘর্ম হতে হয় ডিফেন্ডারকে, মাতেওর বেলায়ও তা–ই। মেসিকে আটকানো নিয়ে অনেকই যেমন বলেন—কোনো উপায়ই জানা নেই, মাতেওকে রুখতেও হয়তো কোনো কৌশলই কাজে আসবে না।৮ বছর বয়সেই মাতেও এমন একটি ঝলক দেখিয়েছে। তার চেয়ে বয়সে বড় এক শিশুর কাছ থেকে বল কেড়ে নিয়ে একজনকে নাটমেগ করে পোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল সে। তাকে আটকাতে একজন শুয়ে পড়ে পা ধরে ফেলে। কিন্তু এতেও আটকাতে পারেনি মাতেওকে।মাতেও উঠে দাঁড়িয়ে আবার বলের নিয়ন্ত্রণ নেয়। এরপর সে বল পাঠিয়ে দেয় জালে। মেসির ছেলে বলে কথা!

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য