Monday, February 17, 2025
বাড়িবিশ্ব সংবাদচীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১০

চীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১০

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মে: চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিয়াংজির গুইজি শহরে এ ঘটনা ঘটে।হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো শিক্ষার্থী রয়েছে কি না, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিদ্যালয়টিতে ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা পড়ে থাকে।জিয়াংজির পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ৪৫ বছর বয়সী এক নারী ওই হামলা চালান। হামলায় তিনি ফল কাটার ছুরি ব্যবহার করেছেন। পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে।সাম্প্রতিক সময়ে চীনে ছুরি হামলার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ৭ মে দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেক প্রদেশ ইউনানে এক হাসপাতালে ছুরিকাঘাতে ২ ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছেন। এর আগে গত আগস্টে ইউনানেরই আরেকটি জায়গায় এক ব্যক্তির ছুরিকাঘাতে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছিলেন। গত বছরের জুলাইয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি কিন্ডারগার্টেনে একই ধরনের হামলায় ৩ শিশুসহ ৬ ব্যক্তি নিহত হয়েছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য