Sunday, September 8, 2024
বাড়িখেলাকোপা আমেরিকার প্রস্তুতিতে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি: আগামী ১২ জুন অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে ৮ জুন ব্রাজিল লড়বে মেক্সিকোরবিপক্ষে। যুক্তরাষ্ট্র প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে ৯ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যারিল্যান্ডে। ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলে প্রস্তুতির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টার। “বিশ্বের সেরা দলগুলির বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ করার কথা যদি ভাবি, তাহলে ব্রাজিলের চেয়ে ভালো প্রতিপক্ষ আর হতে পারে না। এবারের কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন, ফাইনাল  ১৪ জুলাই। ১৬ দলের আসরে ১০টি দল খেলবে লাতিন আমেরিকা অঞ্চল থেকে, ৬টি কনক্যাকাফ থেকে। যুক্তরাষ্ট্রের ১৪টি ভেন্যুতে চলবে লড়াই। ‘ডি’ গ্রুপে ব্রাজিল লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কনক্যাকাফ অঞ্চলের প্লে অফ থেকে আসা একটি দলের সঙ্গে। এর আগেই অবশ্য আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। ‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘এ’ গ্রুপে খেলবে পেরু, চিলি ও কনক্যাকাফ অঞ্চলের প্লে অফ থেকে আসা দলের বিপক্ষে। টুর্নামেন্টের আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে গুয়াতেমালা ও ইকুয়াডরের সঙ্গে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য