স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি: রাশিয়ায় এমাসে কারাগারে মারা যাওয়া বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির আইনজীবী গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।রাশিয়ার গণমাধ্যমে কয়েকটি সূত্রে বলা হয়েছে, আইনজীবী ভাসিলি ডাবকভকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে।গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক পেনাল কলোনি কারাগারে নাভালনির মৃত্যুর পর সেখানে এই নেতার মায়ের সঙ্গে ছিলেন ডাবকভ।
রাশিয়া কর্তৃপক্ষ এখনও তার গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করে জানায়নি বলে জানিয়েছে বিবিসি।২০২৩ সালের অক্টোবরে নাভালনির অন্যান্য আইনজীবীরা- ভাদিম কোবজেভ, ইগর সার্গুনিন এবং অ্যালেক্সেই লিপস্টার- ‘চরমপন্থার’ অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।জানুয়ারিতে নাভালনির আরেক আইনজীবী ওলগা মিখাইলোভা বলেছিলেন,তাকেও একই অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তিনি এরপর নির্বাসনে থাকার সিদ্ধান্ত নেন।
২০২১ সালে চরমপন্থার অভিযোগে রুশ কর্তৃপক্ষ নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি-বিরোধী ফাউন্ডেশন নিষিদ্ধ করে।নাভালনির মৃত্যুর পরও কারা কর্তৃপক্ষ এক সপ্তাহের বেশিসময় তার মরদেহ আটকে রাখে। নাভালনির মা ছেলের দেহ উদ্ধার করতে প্রত্যন্ত সেই কারাগারে ছুটে যান। তার সঙ্গে গিয়েছিলেন আইনজীবী ডাবকভ।নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয় ৮ দিন পর। কর্তৃপক্ষ নাভালনির দেহ গোপনে দাফন করার জন্য হুমকিও দিয়েছে বলে জানিয়েছিলেন মা লিউডমিলা নাভালনায়া।