Monday, December 23, 2024
বাড়িখেলাচোট কাটিয়ে মাঠে ফেরার কাছাকাছি হলান্ড-ডে ব্রুইনে

চোট কাটিয়ে মাঠে ফেরার কাছাকাছি হলান্ড-ডে ব্রুইনে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৬ জানুয়ারি: ডিসেম্বরের শুরুর দিকে পায়ে চোট পেয়ে ছিটকে যান গত মৌসুমে গোলের অনেক রেকর্ড ভাঙা হলান্ড। এবারের লিগেও এখন পর্যন্ত লিভারপুলের মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা (১৪টি) তিনি। গত ৬ ডিসেম্বরের পর থেকে আছেন মাঠের বাইরে। ডিসেম্বরের প্রথম দিক থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে আছেন তরুণ বেলজিয়াম উইঙ্গার ডোকু। আর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ডে ব্রুইনে মৌসুমের শুরুতেই গত অগাস্টে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। লিগ শিরোপা ধরে রাখার অভিযানের গুরুত্বপূর্ণ সময়ে তাদের ফিরে পাওয়াটা সিটির জন্য দারুণ খবর। তবে নির্দিষ্ট করে তাদের ম্যাচের কথা শুক্রবারের সংবাদ সম্মেলনে বলতে পারলেন না গুয়ার্দিওলা। 

“জেরেমি সত্যিই খুব ভালো বোধ করছে এবং কেভিনও। আর্লিংও আরেকটু সুস্থ হয়ে উঠেছে।” “দুই-তিন অনুশীলন সেশনে তারা ভালো বোধ করছে এবং তাদের ফিটনেসের আরও উন্নতি হচ্ছে। আমি জানি না রোববারের ম্যাচে কিংবা নিউক্যাসলের (১৩ জানুয়ারি লিগ ম্যাচে) বিপক্ষে তারা খেলতে পারবে কিনা, তবে মৌসুমে বাকি সময়ের জন্য তারা প্রস্তুত থাকবে।” হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ডে ব্রুইনেকে এবারের প্রিমিয়ার লিগের প্রথম দিনের পর আর পায়নি সিটি। দীর্ঘ সাড়ে চার মাস পর গত ৩০ ডিসেম্বর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে স্কোয়াডে ফেরেন তিনি। অবশ্য পুরোটা সময় বেঞ্চেই কাটে তার, মাঠে নামা আর হয়নি। মৌসুমের দ্বিতীয়ভাগের শুরুতেই এই তিনজনকে ফিরে পাওয়ার জোরাল সম্ভাবনা যখন তৈরি হয়েছে, তখন গুয়ার্দিওলার চাওয়া, আর যেন নতুন চোট না পায় তারা। এফএ কাপের তৃতীয় রাউন্ডে রোববার হাডার্সফিল্ড টাউনের মুখোমুখি হবে সিটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য