Saturday, March 15, 2025
বাড়িখেলাআবারও মেসির নামে প্রকম্পিত গ্যালারি, বার্সা কোচ বললেন, ‘দেখা যাক’

আবারও মেসির নামে প্রকম্পিত গ্যালারি, বার্সা কোচ বললেন, ‘দেখা যাক’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ এপ্রিল: পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমেই। নতুন চুক্তি নিয়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জন। তার বার্সেলোনায় ফেরা নিয়েও আছে জোর আলোচনা। সেই সম্ভাবনার শিহরণ ছুঁয়ে যাচ্ছে বার্সেলোনার সমর্থকদেরও। লা লিগায় সোমবার জিরোনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচে দশম মিনিটে গ্যালারিতে রব ওঠে মেসির নামে। কদিন আগে কোপা দেলর রের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও দশম মিনিটে ছিল একই চিত্র।দশম মিনিটকে বেছে নেওয়ার কারণটা বুঝতে সমস্যার হওয়ার কথা নয়। বার্সেলোনার ১০ নম্বর জার্সি ও মেসি তো প্রায় সমার্থক।জিরোনার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গ উঠে এলো। উত্তেজনা জিইয়ে রেখেই বার্সেলোনা কোচ বললেন, আপাতত তার ভাবনায় শুধুই লিগের ট্রফি জয়।“লিওর (মেসি) নামটি অবশ্যই রোমাঞ্জ জাগায়। গত দুই ম্যাচ ধরেই তারা লিওর নামে গান ধরছে, তবে দেখা যাক, এটি (মেসির ফেরা) হয় কি না।”

“আপাতত আমাদের মনোযোগ দিতে হবে মৌসুমের বাকিটায়, শেষ কাজটুকু যেন ঠিকঠাক করতে পারি। এখনই আমরা লিগ জিতে যাইনি।”জিরোনার বিপক্ষে এই ম্যাচে অবশ্য প্রত্যাশিত ফল পাননি শাভিরা। ঘরের মাঠে জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। তবে এই এক পয়েন্টে শিরোপার দিকে এগিয়েছে তারা আরেকধাপ। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে এখন ১৩ পয়েন্টে।ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পাওয়ার হতাশা আছে শাভির। তবে ফুটবলারদের চেষ্টায় কোনো কমতি দেখেননি তিনি।“ম্যাচটি কঠিন ছিল। জিরোনা খুব ভালো খেলেছে। হাই প্রেসিংয়ে আমরাও ভালো করেছি, তবে আবারও গোল করতে পারি। ব্যাপারটি হতাশার, কারণ আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে থাকতে চেয়েছিলাম। তবে এটাই ফুটবল। আমরা এখন লিগের পয়েন্ট তালিকায় যে জায়গায় আছি, এটাকেও মূল্যায়ন করতে হবে।”“গোল করার দায় গোটা দলের। ভালো একটি ম্যাচ খেলেছি আমরা, স্রেফ গোলটাই করতে পারিনি। আমরা সম্ভব সবকিছুই চেষ্টা করেছি, তবে আজকে সম্ভব হয়নি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য