স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ এপ্রিল: জিরোনার বিপক্ষে সোমবার গোলশূন্য ড্র করেও শিরোপার পথে আরেকধাপ এগিয়েছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন তারা এগিয়ে ১৩ পয়েন্টে। লিগের বাকি আছে আর ১০ ম্যাচ।লিগ শিরোপা জয়ের পথে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমের মতো এবার গ্রুপ থেকে ছিটকে গেছে বার্সেলোনা। পরে তারা বেশি দূর এগোতে পারেনি ইউরোপা লিগেও। কদিন আগে কোপা দেল রের সেমি-ফাইনালে প্রথম লেগে জিতলেও দ্বিতীয় লিগে নিজেদের মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ছিটকে গেছে।
লিগ সাফল্যের চেয়ে অন্য টুর্নামেন্টগুলোয় বার্সেলোনার ব্যর্থতাগুলোকেই বড় করে দেখা হচ্ছে বলে অভিযোগ শাভির। জিরোনার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই ক্ষোভ উগড়ে দিলেন বার্সেলোনা কোচ।“আজকে টিভিতে একটি অনুষ্ঠানে দেখলাম, তারা বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে স্বস্তা শিরোপা হবে এটি। এতে আমি বিস্মিত ও ক্ষুব্ধ। আমরা এখন মেসি-উত্তর যুগে আছি, এই মৌসুমে অসাধারণ প্রচেষ্টায় শিরোপার কাছাকাছি আছি এবং ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে।”বার্সেলোনার শিরোপাকে অন্যরা যতই হেয় প্রতিপন্ন করার চেষ্টা করুক, জিততে পারলে জাঁকজমকপূর্ণ উদযাপনের ঘোষণা দিয়ে রাখলেন বার্সেলোনা কোচ।“এই আলোচনা আমার একটুও ভালো লাগেনি। তবে আমাদের এখানে নিয়ন্ত্রণও নেই। আমরা নিজেদের কাজকে মূল্যায়ন করতে পারি। আমরা যদি লা লিগা জিততে পারি, অবশ্যই বড় করে উদযাপন করব। বার্সা জিতলে অনেকেই এটাকে গুরুত্ব দিতে চাইবে না, তবে আমাদের কাছে এটি হবে অনেক গুরুত্বপূর্ণ।”লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ গেতাফের সঙ্গে আগামী রোববার।