Wednesday, March 19, 2025
বাড়িখেলাটানা ব্যর্থতার দায়ে চাকরি হারালেন চেলসি কোচ পটার

টানা ব্যর্থতার দায়ে চাকরি হারালেন চেলসি কোচ পটার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ এপ্রিল: মাসের পর মাস ধরে যেভাবে ব্যর্থতার ঘেরাটোপে ঘুরপাক খাচ্ছে চেলসি, তাতে এমনটা যেন হওয়ারই ছিল; চাকরি হারিয়েছেন কোচ গ্রাহাম পটার।যে প্রত্যাশা নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছিলেন পটার, পূরণ হয়নি তার কিছুই। লিগ কাপ ও এফএ কাপ থেকে শুরুতেই বিদায় নেওয়া চেলসি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নামতে নামতে এখন ১১ নম্বরে আছে।সবশেষ গত শনিবার লিগে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। এরপরই যেন ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় ক্লাব কর্তাদের। পরদিন ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া হয়।২০২১ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ টমাস টুখেলকে বিদায় করে গত সেপ্টেম্বরে পটারকে দায়িত্ব দেয় চেলসি। ওই সময় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের দায়িত্বে ছিলেন তিনি।লন্ডনের ক্লাবটিতে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেও এখানে ছয় মাসের একটু বেশি সময় টিকতে পারলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার কোচিংয়ে ৩১ ম্যাচ খেলে মাত্র ১১টি জিততে পেরেছে চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য এখনও শিরোপা লড়াইয়ে আছে তারা। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠার পর শেষ ষোলোয় দলটি হারায় বরুশিয়া ডর্টমুন্ডকে। কোয়ার্টার-ফাইনালে তাদের সামনে রিয়াল মাদ্রিদ।হতাশার এই পথচলার মাঝেও দলকে ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ায় পটারকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাব।“চ্যাম্পিয়ন্স লিগে পটার আমাদের কোয়ার্টার-ফাইনালে নিয়েছে, যেখানে আমাদের পরবর্তী প্রতিপক্শষ রিয়াল মাদ্রিদ। এখানে তার সব প্রচেষ্টা ও অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাতে চায় চেলসি। তাকে শুভকামনা।”চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন এতদিন পটারের সহকারি হিসেবে কাজ করা সাবেক স্প্যানিশ রাইট-ব্যাক ব্রুনো সাল্তোর। তার হাত ধরে মঙ্গলবার লিগে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি।২৮ ম্যাচে ১০ জয় ও ৮ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে আছে চেলসি। শীর্ষ চার থেকে ১২ পয়েন্ট পিছিয়ে। তাই সেরা চার দলের একটি হয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা তাদের নেই বললেই চলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য