Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়সবচেয়ে জনপ্রিয় মোদি, ধারেকাছে নেই বাইডেন-ট্রুডো

সবচেয়ে জনপ্রিয় মোদি, ধারেকাছে নেই বাইডেন-ট্রুডো

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ এপ্রিল: আগামী বছরের মাঝামাঝি সময় ভারতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বেশ চাঙা আছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মোদির প্রতি ৭৬ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। জনপ্রিয়তার নিরিখে অন্যান্য বিশ্বনেতাকে পেছনে ফেলে শীর্ষেই আছেন তিনি। তবে গত বছরের তুলনায় জনপ্রিয়তা কমেছে মোদির।সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতা কারা? এর উত্তর খুঁজতে নিয়মিত জরিপ পরিচালনা করে বৈশ্বিক সংগঠন মর্নিং কনসাল্ট। গত ২২ থেকে ২৮ মার্চ সর্বশেষ জরিপ চালিয়েছে সংস্থাটি। ২০টি দেশের প্রাপ্তবয়স্কদের (দেশভেদে সংখ্যাটি ভিন্ন ভিন্ন) সঙ্গে কথা বলে এ জরিপ করা হয়েছে।জরিপের ফলাফল গত বৃহস্পতিবার (৩০ মার্চ) মর্নিং কনসাল্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ২২ জন জনপ্রিয় বিশ্বনেতার নাম রয়েছে। ফলাফলে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৬ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন নিয়ে তালিকায় শীর্ষে আছেন। যদিও সংগঠনটির এর আগের জরিপে মোদির প্রতি সমর্থন ছিল ৭৮ শতাংশের।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের এ তালিকায় মোদি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজকে পেছনে ফেলেছেন। আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের প্রতি সমর্থন রয়েছেন ৬১ শতাংশের। আর আলবানেজের প্রতি ৫৫ শতাংশের।এ তালিকায় শীর্ষ পাঁচে আরও রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে (৫৩ শতাংশ), ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা (৪৯ শতাংশ) ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪৯ শতাংশ)।সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের এ তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৪১ শতাংশ), বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দে ক্রো (৩৯ শতাংশ), কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৩৯ শতাংশ), স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজ (৩৮ শতাংশ)।তালিকায় আরও রয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার (৩৫ শতাংশ), জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ (৩৫ শতাংশ), যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (৩৪ শতাংশ), জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (২৯ শতাংশ), ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ (২২ শতাংশ) প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য