Sunday, February 9, 2025
বাড়িখেলা‘ক্লাসিকোয় খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো’

‘ক্লাসিকোয় খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো’

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৫ অক্টোবর: ক্লাব ফুটবলের সেরা দ্বৈরথগুলোর একটি এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই লড়াইকে ঘিরে সমর্থক ও খেলোয়াড়দের মাঝে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। লা লিগার এই ম্যাচের অংশ হতে উন্মুখ থাকেন সবাই। রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো যেমন বললেন, কাতালান ক্লাবটির বিপক্ষে খেলা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।ব্রাজিলের সান্তোস থেকে শৈশবের পছন্দের ক্লাব রিয়ালে ২০১৮ সালে যোগ দেন রদ্রিগো। এল ক্লাসিকোয় খেলার তার স্বপ্ন পূরণ হয় ২০১৯-২০ মৌসুমে। ওই ম্যাচে ১০ মিনিট খেলে পাননি তিনি কোনো গোল।ওই ম্যাচ ছাড়া এখন পর্যন্ত লা লিগায় বার্সেলোনার বিপক্ষে আরও তিনবার মাঠে নেমেছেন রদ্রিগো। যেখানে ১৪৪ মিনিট খেলে দুই গোল করেন তিনি।এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় অপেক্ষায় ফুটবল বিশ্ব। রোববারের ম্যাচটির জন্য মুখিয়ে আছেন ২১ বছর বয়সী রদ্রিগোও। ফিফার ওয়েবসাইটে এক ভিডিওতে তিনি বলেন, ক্লাসিকো তার কাছে বিশেষ লড়াই।“মনে পড়ে, যখন আমি ব্রাজিলে ছিলাম, সবাই এল ক্লাসিকো দেখত। তাই এই লড়াইয়ে অংশ নিতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। লা লিগায় প্রতিটি ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকি, তবে এল ক্লাসিকো বিশেষ কিছু।”“এটা বড় দায়িত্ব। তবে আমি এই দায়িত্ব পেয়ে খুশি, কারণ আমরা সবাই এটার স্বপ্ন দেখি। শুধু আমি না, আমার মনে হয় এখানকার সব খেলোয়াড়ই রিয়াল মাদ্রিদে খেলার ও এল ক্লাসিকো খেলার স্বপ্ন দেখেছে।”লা লিগায় চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ২২। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে দুইয়ে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে যেতে এবং শিরোপা ধরে রাখতে আসছে ম্যাচের গুরুত্ব বেশ ভালো করেই জানা রদ্রিগোর।“আমরা জানি, শিরোপার জন্য তাদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। এটা কঠিন একটি ম্যাচ হতে চলেছে, কাiণ অন্যান্য বছরের তুলনায় বার্সা খুবই ভালো খেলছে। তারা অনেক উন্নতি করেছে।”“লক্ষ্য সব সময়ই একই-যত সম্ভব ম্যাচ জেতা এবং সব প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলা। মাদ্রিদে আমরা জিততে ক্লান্ত হই না। এই দলের একটি অনুশীলন সেশন দেখলে বোঝা যায়, রিয়াল মাদ্রিদ মানে কী।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য