Saturday, February 8, 2025
বাড়িখেলা‘বিশ্বসেরা’ হলান্ডকে থামাতে পথ খুঁজছেন ক্লপ

‘বিশ্বসেরা’ হলান্ডকে থামাতে পথ খুঁজছেন ক্লপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৫ অক্টোবর: অ্যানফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সিটির মুখোমুখি হবে লিভারপুল। গত মৌসুম শেষে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে আসেন হলান্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ২০ গোল করে অ্যানফিল্ডে আসছেন তিনি। তাকে নিয়ে বাড়তি ভাবনা থাকাই স্বাভাবিক মনে হচ্ছে ক্লপের। “এই মুহূর্তে যে বিশ্বের সেরা স্ট্রাইকার তার বিপক্ষে খেলতে গেলে নিশ্চিত করতে হবে, সে ততটা বল পাচ্ছে না। অবশ্যই সেই চেষ্টা আমরা করব। তবে সিটির বিপক্ষে সমস্যা হচ্ছে, যদি হলান্ডকে আটকাতে খুব বেশি খেলোয়াড় ব্যবহার করি তাহলে অন্য বিশ্ব মানের খেলোয়াড়দের জন্য ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে।” “তাই এই পথে আমাদের কাজটা সহজ হবে না। এটা একটা চ্যালেঞ্জ হবে। এটা ফুটবলীয় একটা সমস্যা। আমরা এর একটি সমাধান বের করার চেষ্টা করব।” নরওয়ের ২২ বছর বয়সী স্ট্রাইকার কেন এতো ভয়ঙ্কর? এর একটা কারণ খুঁজে পেয়েছেন ক্লপ। “তার ফিনিশংয়ের দক্ষতা অসাধারণ। আর তার মুভও দারুণ বুদ্ধিদীপ্ত। শুধু গতিই ব্যবহার করা যায়, যদি সেটার ব্যবহার হয় বুদ্ধিদীপ্ত। তার গোটা প্যাকেজই তাকে বিশেষ বানিয়েছে।” “অনেক কিছু মিলে একজন স্ট্রাইকার হয়। আর সিটিতে গোল বানিয়ে দেওয়ার জন্য তার আশেপাশে সেরাদের কয়েকজন। এটা দারুণ মানানসই।” আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা সিটি ২৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য