Monday, February 17, 2025
বাড়িখেলা২০২৭ পর্যন্ত সিটিতে ফোডেন

২০২৭ পর্যন্ত সিটিতে ফোডেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৫ অক্টোবর: ঘরের ছেলে ঘরে থাকছে আরও অনেক দিন। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ফিল ফোডেনকে ইতিহাদ স্টেডিয়ামে রেখে দিচ্ছে ম্যানচেস্টার সিটি।ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা শুক্রবার এক বিবৃতিতে ২২ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে নতুন করে চুক্তি করার কথা জানায়।সিটির একাডেমি থেকে উঠে আসা ফোডেনের সঙ্গে চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে সাম্প্রতিক বছরগুলোতে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেছেন তিনি। সিটির হয়ে জিতেছেন চারটি লিগ ও একটি এফএ কাপ শিরোপা।নতুন চুক্তির পর খুশির জোয়ারে ভাসছেন ফোডেন। ক্লাবের ওয়েবসাইটকে জানানো প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কতটা উচ্ছ্বসিত তিনি।“আমি কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন… সারাটা জীবন ধরেই আমি সিটির ভক্ত। এখানে আমি অনেক বছর প্রশিক্ষণ নিয়েছি এমনকি বলবয় হিসেবেও কাজ করেছি।”“সাম্প্রতিক বছরগুলোতে আমি অনেক উন্নতি করেছি। এর বেশিরভাগ কৃতিত্বই পেপ ও তার স্টাফদের। তারা আমাকে অনুশীলনে প্রতিদিন পথ দেখিয়েছেন।”গত দুই বছর প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফোডেন। চলতি মৌসুমে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত গোল করেছেন তিনি, অবদান রেখেছেন তিনটি গোলে।৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সিটি। রোববার ১১ নম্বরে থাকা লিভারপুলের বিপক্ষে খেলবে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য