স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১০ অক্টোবর:প্রিমিয়ার লিগে রোববার এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ধরা দেয় রোনালদোর এই অর্জন।ম্যাচে তখন ১-১ গোলে সমতা। ৪৪তম মিনিটে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ কাসেমিরোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনালদোর প্রথম গোল এটি, আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল।৩৭ বছর বয়সী রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫ ম্যাচে। বিবিসির তথ্য অনুযায়ী, ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।রোনালদো প্রথম গোলটি করেছিলেন স্পোর্তিং সিপির হয়ে। সেই গোলের ২০ বছর ২ দিন পর পৌঁছে গেলেন সাতশর ঠিকানায়।তার এই ৭০০ গোলের ৫টি স্পোর্তিংয়ের জার্সিতে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ইউভেন্তুসের হয়ে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৪টি।