Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়অগ্নিবীরদের প্রথম ব্যাচের ২০ শতাংশই হবেন মহিলা : নৌবাহিনী

অগ্নিবীরদের প্রথম ব্যাচের ২০ শতাংশই হবেন মহিলা : নৌবাহিনী

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পে যোগদানের জন্য ইতিমধ্যেই ১০ হাজারের বেশি মহিলা আবেদন করেছেন ভারতীয় নৌবাহিনীতে। গত ১ জুলাই থেকে ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর নিয়োগের আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। প্রথম পাঁচ দিনেই তরুণ-তরুণীদের উৎসাহের আঁচ পাওয়া গিয়েছে বিপুল আবেদনের সংখ্যায়। ভারতীয় নৌবাহিনীর তরফে মঙ্গলবার জানানো হয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের মধ্যে অন্তত ১০ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। অর্ডন্যান্স, ইলেকট্রিক্যাল এবং নেভাল এয়ার মেকানিক্‌স, কমিউনিকেশনস (অপারেশনস) এবং কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক্স ওয়ারফেয়ার), এবং নৌ গোলন্দাজ বাহিনীতে নিয়োগ করা হবে মহিলাদের।

নৌসেনার এক আধিকারিক জানান, দীর্ঘ দিনের প্রথা ভেঙে জাহাজে মহিলা অফিসারদের কাজের সুযোগ দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে এই প্রথম বার নাবিক পদে ভারতীয় নৌসেনায় মহিলারা যোগদান করতে পারবেন। নৌবাহিনীর বিভিন্ন অংশে এবং শাখায় পাঠানো হবে মহিলাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য