Saturday, March 15, 2025
বাড়িজাতীয়নূপুরকে নিয়ে সুপ্রিম-মন্তব্যের সমালোচনা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশের খোলা চিঠি

নূপুরকে নিয়ে সুপ্রিম-মন্তব্যের সমালোচনা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশের খোলা চিঠি

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির নিলম্বিত জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য নূপুরই দায়ী বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত।

এ নিয়ে এ বার সমালোচনায় সরব হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি, আমলারা। নূপুর সম্পর্কে শীর্ষ আদালতের দুই বিচারপতির এ হেন মন্তব্যের সমালোচনা করে প্রধান বিচারপতি এন ভি রামানাকে খোলা চিঠি লিখেছেন ১৫ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ৭৭ জন প্রাক্তন আমলা ও সশস্ত্র বাহিনীর ২৫ জন অবসরপ্রাপ্ত আধিকারিক।

নূপুর সম্পর্কে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি (বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি সূর্যকান্ত) যে মন্তব্য করেছেন, তা ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করেছে এবং অবিলম্বে সংশোধন করা হোক, খোলা চিঠিতে এমনটাই জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে, ‘বিচারব্যবস্থার ইতিহাস খুঁজলে দেখা যাবে, অতীতেও বহু দুর্ভাগ্যজনক মন্তব্য করা হয়েছে। বৃহত্তম গণতন্ত্রের বিচারব্যবস্থায় এগুলো না মোছা দাগ। গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সুরক্ষার ক্ষেত্রে গুরুতর পরিণতি হয়েছে, তাই অবিলম্বে সংশোধন করা হোক।’ ‘ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস, জম্মুতে জম্মু ও লাদাখ’ সংগঠনের খোলা চিঠিতে দাবি করা হয়েছে, বিচারপতি সূর্য কান্তের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁর রোস্টার প্রত্যাহার করা হোক এবং শুনানির সময় তাঁর মন্তব্য এবং পর্যবেক্ষণগুলি প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য