, ২৯ জুন (হি. স.) : বৃহস্পতিবারই আস্থা ভোটের মুখোমুখি হতে হবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে৷ বুধবার সাড়ে তিন ঘণ্টা ধরে চলা শুনানি শেষে এমনই রায় দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের৷বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট নিতে হবে তাঁর সরকারকে। কিন্তু সেই নির্দেশের ঘন্টা কয়েক পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
কিন্তু সেই নির্দেশের কিছুক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই সঙ্গেই পতন ঘটল ৩১ মাসের ‘মহাবিকাশ আঘাডী’ জোটের (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যার অন্যতম শরিক) সরকারের।উদ্ধবের ইস্তফার ঘোষণার ফলে গত ১০ দিনের ‘রাজনৈতিক নাটকের’ যবনিকা পড়ল মহারাষ্ট্রে।