Saturday, February 15, 2025
বাড়িরাজ্যকৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল সুদীপের

কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল সুদীপের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : এলাকার চেনা মুখ আবারও জয় কেড়ে আনল গণদেবতার রায়ে। উপনির্বাচনে জয়লাভের পর বিধায়ক পদে শপথ নিয়ে বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিটারবন এলাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিলে সামিল হলেন সুদীপ রায় বর্মণ। এদিন আরো একবার প্রমানিত হলো সুদীপ রায় বর্মণের ক্রেজ। বিজয় মিছিল নয়, কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল।

 মিছিল দেখে মনে হয়েছে সবাই যেন চাইছিল ঘরের ছেলে ঘরেই ভালো। কেউ করলেন আলিঙ্গন। আবার কেউ করলেন পুষ্প বৃষ্টি। কেউ পা ছুঁয়ে করলেন প্রনাম আবার কেউ তুললেন ছবি। প্রতিটি মুহুর্ত ছিল আনন্দ ঘন। সুদীপ রায় বর্মণ বলেন এটা বিজয় মিছিল নয়, এটা হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল। মানুষ গনতন্ত্রে পক্ষে, শান্তির পক্ষে রায় দিয়েছে। বিশেষ করে এই কেন্দ্রের মানুষ বিজেপি’কে জবাব দিয়েছে। শাসক দলের অপশাসন থেকে মুক্তির জন্য মানুষ সাহস দেখিয়েছে। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও শাসক দলকে যোগ্য জবাব দেবে মানুষ। গনতন্ত্র পুনঃরুদ্ধার করবে বলে জানান তিনি। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে সুদীপ রায় বর্মণের জয় কংগ্রেসকে ভেন্টিলেশন থেকে বের করে এনে মেডিসিন ওয়ার্ডে রেখেছিল। এবার মডেসিন ওয়ার্ড থেকে বেরিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে মেরুদন্ড সোজা করে কংগ্রেস কতটা পথ চলতে পারে, মূলত এই বিষয়টিই এখন রাজ্য রাজনীতির আলোচনার শিরোনামে রয়েছে। সেদিন মিছিলে অগ্রভাগের ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন এলাকাবাসী বাড়ি থেকে বের হয়ে বিনায়ক সুদীপ রায় বর্মনের গলায় মালা পরিয়ে এবং হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য