নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): আগামী ১৮ মাসে ১০ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সমস্ত বিভাগ ও মন্ত্রকগুলির পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি সরকারের সমস্ত বিভাগের মানবসম্পদের অবস্থা পর্যালোচনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন, আগামী দেড় বছরে মিশন মোডে ১০ লক্ষ মানুষকে নিয়োগ করতে হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
আগামী ১৮ মাসে ১০ লক্ষ মানুষকে নিয়োগের ঘোষণা করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁচা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, “আমরা বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ কর্মসংস্থানের (হার) সম্মুখীন হচ্ছি, ৭৫ বছরের মধ্যে টাকার মূল্য সর্বনিম্ন… কতদিন প্রধানমন্ত্রী ‘টুইটার টুইটার’ খেলে আমাদের বিভ্রান্ত করবেন?”