নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): ইডি-র তলবে ফের সাড়া দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবারের পর মঙ্গলবারও ন্যাশনাল হেরাল্ড মামলায় মধ্য দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে অবস্থিত ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী। নিজের জেড ক্যাটাগরির সুরক্ষা নিয়ে ইডি-র দফতরে পৌঁছন রাহুল গান্ধী। যদিও, ইডি-র দফতরে বাইরে এদিন সকাল থেকেই আঁটোসাঁটো ছিল নিরাপত্তা। জারি ছিল ১৪৪ ধারা।
নিজের বোন ও কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা এদিন রাহুলের সঙ্গে ছিলেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার টানা ৯-১০ ঘণ্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেরা করেছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। মঙ্গলবার আবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই মতো এদিনও ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন তিনি। সকাল সাড়ে ন’টা নাগাদ রাহুল গান্ধীর বাসভবনে ঢুকতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। তারপর তাঁরা সেখান থেকে যান দলের সদর দফতরে, এরপর রাহুল রওনা হন ইডির দফতরের উদ্দেশে।