নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের অধীনে সশস্ত্র বাহিনীর একটি প্রফুল্লিত প্রোফাইল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘অগ্নিপথ’ প্রকল্প সশস্ত্র বাহিনীতে নতুন প্রযুক্তির জন্য প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যের স্তর উন্নত করতে সহায়তা করবে। এই প্রকল্পটি বিভিন্ন সেক্টরে নতুন দক্ষতা-সহ কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধান দিল্লিতে এদিন সংবাদ সম্মেলন করেন। সেখানে রাজনাথ সিং বলেছেন, “নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ‘অগ্নিপথ’-এর রূপান্তরমূলক প্রকল্প অনুমোদনের জন্য আজ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এর অধীনে, ভারতীয় যুবকদের সশস্ত্র পরিষেবায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে।” রাজনাথ সিং আরও বলেছেন, ‘অগ্নিবীর’-দের ভাল বেতন প্যাকেজ দেওয়া হবে এবং ৪ বছরের সার্ভিসের পরে একটি এগজিট অবসর প্যাকেজ দেওয়া হবে।