Thursday, April 18, 2024
বাড়িজাতীয়জগন্নাথ মন্দিরে বেআইনি নির্মাণ মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

জগন্নাথ মন্দিরে বেআইনি নির্মাণ মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২ জুন(হি.স) : সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সীমা কোহলির নেতৃত্বে একটি বেঞ্চ পুরীর জগন্নাথ মন্দিরের অবৈধ দখল ও নির্মাণের বিষয়ে রায় স্থগিত রেখেছে। সব পক্ষের যুক্তিতর্ক শুনে বেঞ্চ এই রায় সংরক্ষণ করে।

আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবীরা বলেন, ওডিশা সরকারের পক্ষ থেকে নির্মাণ কাজ চালিয়ে জগন্নাথ মন্দিরে দখল করছে। ওড়িশা সরকার প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক সাইট এবং অবশেষ আইনের ২০ ধারা লঙ্ঘন করেছে। এই আইনে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও নির্মাণ কাজ করা যাবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য