নয়াদিল্লি, ২ জুন(হি.স) : সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সীমা কোহলির নেতৃত্বে একটি বেঞ্চ পুরীর জগন্নাথ মন্দিরের অবৈধ দখল ও নির্মাণের বিষয়ে রায় স্থগিত রেখেছে। সব পক্ষের যুক্তিতর্ক শুনে বেঞ্চ এই রায় সংরক্ষণ করে।
আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবীরা বলেন, ওডিশা সরকারের পক্ষ থেকে নির্মাণ কাজ চালিয়ে জগন্নাথ মন্দিরে দখল করছে। ওড়িশা সরকার প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক সাইট এবং অবশেষ আইনের ২০ ধারা লঙ্ঘন করেছে। এই আইনে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও নির্মাণ কাজ করা যাবে না।