Friday, February 14, 2025
বাড়িজাতীয়২০১৪-র আগে সমস্ত মন্ত্রীরাই নিজেদের প্রধানমন্ত্রী মনে করতেন : অমিত শাহ

২০১৪-র আগে সমস্ত মন্ত্রীরাই নিজেদের প্রধানমন্ত্রী মনে করতেন : অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): পূর্বতন কংগ্রেস সরকারকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, ২০১৪ সালের আগে সমস্ত মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে নন, নিজেদেরই প্রধানমন্ত্রী মনে করতেন। বুধবার দিল্লিতে আয়োজিত “ডেলিভারিং ডেমোক্রেসি”-র জাতীয় সম্মেলন : সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর দুই দশক অনুষ্ঠানের উদ্বোধনে অমিত শাহ বলেছেন, “২০১৪ সালে ভোটের সময় আমাদের দেশে কেমন সরকার ছিল? এমন একটি সরকার ছিল যেখানে মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মনে করতেন না; সবাই নিজেকেই প্রধানমন্ত্রী মনে করতেন।

 প্যারালাইসিস নীতি ছিল। সম্ভবত ভারতের প্রতি সম্মান সর্বনিম্ন ছিল, ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি! অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মনে হচ্ছিল যে কোনও সময় আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে। সেই সময়ে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল বিজেপি।”স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, “আমি ট্রোলড হয়েছিলাম, কিন্তু আমি আবারও বলতে চাই ‘নিরক্ষরদের দিয়ে কোনও দেশের বিকাশ হতে পারে না’, তাদের শিক্ষিত করা সরকারের দায়িত্ব। যে তাঁর সাংবিধানিক অধিকারই জানে না, সে দেশের জন্য অবদান রাখতেও পারে না, যতটা করা যায়…।” স্বরাষ্ট্রমন্ত্ৰীর সংযোজন, “১৯৬০ সালের পরে এবং ২০১৪ সালের মধ্যে মানুষের সন্দেহ ছিল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সফল হতে পারবে কি-না…অত্যন্ত ধৈর্যের সঙ্গে দেশবাসী একটি সিদ্ধান্ত নিয়েছিল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা প্রদান করেছেন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য