নয়াদিল্লি, ২১ মে (হি. স.) : আয়ের সঙ্গে সঙ্গতহীন মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালাকে দোষী সাব্যস্ত করেছে রোজ অ্যাভিনিউ আদালত। আগামী ২৬ মে আদালত সাজা ঘোষণা করবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠলে নানা প্রান্ত থেকে সিবিআই তদন্তের দাবি ওঠে। সিবিআইয়ের তদন্তে উঠে আসে, ১৯৯৩ থেকে ২০০৬ এই সময়ের মধ্যে ওমপ্রকাশ চৌতালা ৬.০৯ কোটি টাকার সম্পত্তি করেছেন। ২০১০-এ কেন্দ্রীয় তদন্ত সংস্থা চৌতালার নামে চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটে তারা উল্লেখ করে এই বিশাল সম্পত্তির কথা। চার্জশিট দাখিলের ১১ বছরের মাথায় দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুরু হয় শুনানি। শুনানি শেষ হয় শনিবার। আয়ের সঙ্গে অসামাঞ্জস্য সম্পত্তি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হন হরিয়ানা প্রাক্তন মুখ্যমন্ত্রী।