তিরাপ (অরুণাচল প্রদেশ), ২১ মে (হি.স.) : জাতীয়তাবাদ ও অসীম জ্ঞানের অনন্য প্রতীক স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আমাদের জন্য অনুপ্রেরণার এক অবিচ্ছিন্ন উৎস। এই সকল যুগবতাররা যুগে যুগে দেশকে পথপ্রদর্শন করতে খাকবেন। বলেছেন কেন্ৰীুগয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ শনিবার অরুণাচল প্রদেশের তিরাপ জেলার নরোত্তমনগরে রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে প্রদত্ত ভাষণে বলেছেন শাহ। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রম সমগ্র জাতির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার প্রধান কেন্দ্র।
অরুণাচল প্রদেশের তিরাপে রামকৃষ্ণ মিশন আশ্রমের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং বেশ কয়েকজন স্বামীজি মহারাজকে সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেছেন অমিত শাহ।
প্রসঙ্গত, আজ শনিবার সকাল ১১টায় উজান অসমের অন্তর্গত ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে বিএশএফের হেলিকপ্টারে তিনি তিরাপের নরোত্তমনগরে রামকৃষ্ণ মিশন আশ্রমের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে সোজা দেওমালি আসেন।এখানকার অনুষ্ঠান শেষে বিকেলের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী পরশুরাম কুণ্ড পরিদর্শন করবেন। এর পর গোল্ডেন প্যাগোডা গেস্ট হাউসে পৌঁছবেন তিনি। আগামীকাল রবিবার অমিত শাহ নামসাইয়ে বহুমুখী কমিউনিটি হল গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণ দেবেন। তার পর গোল্ডেন প্যাগোডা গেস্ট হাউসে বিআরও, এনএইচআইডিসিএল, এসএসবি, আসাম রাইফেলস, আইটিবিপি এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে বৈঠকে বসার কথা তাঁরা। আগামীকাল বিকেলে ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।