স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : একের পর এক চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে রাজ্য পুলিশ। রাজ্যের জাতীয় সড়কের উপর থাকা অধিকাংশ থানা সামনে দিয়ে গাঁজা পাচার হলেও পুলিশ কুম্ভ নিদ্রায় মগ্ন। পরে রাজ্যের সীমানা অতিক্রম করতেই আসাম চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক ৫৫০ কেজি শুকনো গাঁজা।
জানা যায়, আগরতলা থেকে এ এস ০১ এম সি ৮৩২৩ নম্বরের একটি লরি গাড়ি অসম চুরাইবাড়ি পুলিশ গেটে প্রবেশ করতেই পুলিশ রুটিন তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি থেকে আটক হয় ৪৪ প্যাকেট গাঁজা। মোট পাঁচশো পঞ্চাশ কেজি শুকনো পায় পুলিশ। যার বাজার মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বলে জানায় আসাম পুলিশ। এদিকে গাড়িতে গাঁজা ছাড়াও রাবার সিট ভর্তি ছিল। তবে এক্ষেত্রে গাড়ির চালক ও সহ চালককে আটক করে এনডিপিএস আইনে মামলা নিয়ে অসম পুলিশ মূল পান্ডাদের খুঁজে তদন্ত শুরু করেছে। যাই হোক আবারো প্রমাণ করলো হীরা যুগে চার বছরের অধিক সময় অতিক্রান্ত হয়ে গেল নেশা মুক্ত ত্রিপুরা শুধুমাত্র ভাষণে সীমাবদ্ধ রয়ে গেছে।