নয়াদিল্লি, ২১ মে (হি.স.): কোয়াড সম্মেলনে যোগ দিতে আগামী ২৩ ও ২৪ মে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু”দিনের এই সফরে কোয়াড সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ ও ২৪ মে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও জাপানে বসবাসরত ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জাপানের ব্যাবসায়িকদেরও সঙ্গেও দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।