Friday, February 14, 2025
বাড়িজাতীয়স্থানীয় ভাষাকে উৎসাহিত করা উচিত আদালতে, আস্থা বাড়বে সাধারণ নাগরিকের : প্রধানমন্ত্রী

স্থানীয় ভাষাকে উৎসাহিত করা উচিত আদালতে, আস্থা বাড়বে সাধারণ নাগরিকের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): স্থানীয় ভাষাকে উৎসাহিত করা উচিত আদালতে, এর ফলে বিচার ব্যবস্থার প্রতি দেশের সাধারণ নাগরিকদের আস্থা বাড়বে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বর্তমানেও আমাদের দেশে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যাবতীয় কার্যক্রম ইংরেজিতে হয়। বিপুল সংখ্যক জনসংখ্যা বিচারিক প্রক্রিয়া থেকে সিদ্ধান্তগুলি বোঝা কঠিন বলে মনে করেন, আমাদের সাধারণ জনগণের জন্য সিস্টেমটিকে সহজ করতে হবে।”

প্রধানমন্ত্রী আহ্বান জানান, “আমাদের উচিত স্থানীয় ভাষাকে আদালতে উৎসাহিত করা। এতে বিচার ব্যবস্থার প্রতি দেশের সাধারণ নাগরিকদের আস্থা বাড়বে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “সাধারণ মানুষের জন্য আইনের জটিলতাও একটি গুরুতর বিষয়। ২০১৫ সালে আমরা প্রায় ১৮০০টি এমন আইন চিহ্নিত করেছিলাম যা অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর মধ্যে কেন্দ্র ১৪৫০টি আইন বাতিল করেছে। কিন্তু, রাজ্যগুলি মাত্র ৭৫টি আইন বাতিল করেছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য