Friday, March 21, 2025
বাড়িজাতীয়শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী।

শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁকে। সব ঠিক থাকায় শুক্রবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটা নাগাদ দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কংগ্রেসের রাজ্যসভা সাংসদকে। সম্ভবত পেটে কিছু সমস্যা হয়েছিল তাঁর। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সমীরণ নন্দীর তত্ত্বাবধানে রাখা হয় বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে। আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, কিছু রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাঁর শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্টও স্বাভাবিক রয়েছে বলে খবর।

গত বছরের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন সোনিয়া (Sonia Gandhi)। ওই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে তাই যোগও দিতে পারেননি। আসলে গত বছর দুয়েক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। যদিও অসুস্থতার মধ্যেই রাজনৈতিক ভাবে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য