Tuesday, March 18, 2025
বাড়িজাতীয়দিল্লিতে জমকালো শপথ আয়োজন করতে চলেছে বিজেপি। !

দিল্লিতে জমকালো শপথ আয়োজন করতে চলেছে বিজেপি। !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : ২৬ বছর পর ফের দিল্লি দখল। তাই রাজধানীর মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিরাট জাঁকজমকের আয়োজন করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, অন্তত ৫০ জন তারকাকে আমন্ত্রণ জানানো হবে শপথ অনুষ্ঠানে। এছাড়াও থাকবেন বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। থাকতে পারেন গৌতম আদানি, মুকেশ আম্বানির মতো ধনকুবেররাও।

৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এবার ৪৮ আসনে বিরাট জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ২২ আসন পেয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ২ বারের আপ সরকার। হেরেছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ারা। তবে বিজেপি দিল্লির দখল নিলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও শপথ অনুষ্ঠানের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। সূত্রের খবর, আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটের সময়ে শপথ নেবে দিল্লির ক্যাবিনেট। রামলীলা ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সূত্রের খবর, অক্ষয় কুমার, বিবেক ওবেরয়, হেমা মালিনী, কৈলাস খেরের মতো একঝাঁক তারকা থাকবেন অনুষ্ঠানে। পারফর্মও করতে পারেন কৈলাস খের। আরও বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে শপথগ্রহণের মঞ্চে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকবেন অনুষ্ঠানে। এছাড়াও বাবা রামদেব, স্বামী চিদানন্দের মতো ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানের আগের রাত থেকেই বন্ধ থাকবে রামলীলা ময়দানমুখী সমস্ত রাস্তা।
কিন্তু এই জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কে? এই তালিকায় সবার প্রথমে রয়েছেন কেজরিকে হারানো নয়াদিল্লি আসনের জয়ী বিধায়ক প্রবেশ ভর্মা। পাশাপাশি সতীশ উপাধ্যায়, বীরেন্দ্র সচদেবও রয়েছেন তালিকায়। দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করতে গত কয়েকদিন ধরে উঠেপড়ে লেগেছিল বিজেপি। অবশেষে ১৫টি নাম বাছা হয়েছে বলেই খবর। এরমধ্যে মুখ্যমন্ত্রী, পারিষদীয় দলনেতা ও বিধানসভার স্পিকারের মতো পদের জন্য রয়েছে ৯টি নাম। সব ঠিক থাকলে বুধবারের বৈঠকের পর সেই নাম প্রকাশ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য