স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : জল্পনাই সত্যি হল! নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বসলেন জ্ঞানেশ কুমার। আগামিকাল, মঙ্গলবার এই পদে নিযুক্ত রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। তার উত্তরসূরি বাছতে সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি। বৈঠকে জ্ঞানেশ কুমারের নামে সিলমোহর পড়ল।
এদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সার্চ প্যানেল ৪৮০ জন প্রার্থীর তালিকা থেকে ওই পদের জন্য পাঁচটি নাম পাঠায়। সেখান থেকেই বেছে নেওয়া হয় চূড়ান্ত নাম। সূত্রের দাবি, শুরু থেকেই জ্ঞানেশের দিকে পাল্লা ভারী ছিল।
প্রসঙ্গত, জ্ঞানেশ কুমার ১৯৮৮ সালের ব্যাচের কেরল ক্যাডার হিসেবে আইএএস অফিসার হন। সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ৩১ জানুয়ারি তিনি অবসর নেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তির সময় অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিব ছিলেন বলেও জানা যায়। ২০২০ সালে তিনি অতিরিক্ত সচিব হলে অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত সমস্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা ডেস্কটিরও দায়িত্ব পান। যার মধ্যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনও রয়েছে।
তবে বলে রাখা ভালো, নির্বাচন কমিশনার নিয়োগ আইন বৈধতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় মুখ্য নির্বাচন কমিশনার বাছাই নিয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস। যদিও এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে বৈঠকে করেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠক শেষে নতুন মুখ্য নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করল ওই কমিটি।