Monday, August 11, 2025
বাড়িজাতীয়মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে মহিলা ভক্তদের জন্য জারি হল নতুন বিধিনিষেধ।

মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে মহিলা ভক্তদের জন্য জারি হল নতুন বিধিনিষেধ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জানুয়ারি : মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে মহিলা ভক্তদের জন্য জারি হল নতুন বিধিনিষেধ। এ বার থেকে মন্দির চত্বরে ছোট স্কার্ট কিংবা খোলামেলা পোশাক পরা যাবে না। মঙ্গলবারই এ নিয়ে নির্দেশিকা জারি করেছেন মন্দির কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকেই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে।

মঙ্গলবার শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্ট (এসএসজিটিটি) জানিয়েছে, এখন থেকে মন্দিরে ঢুকতে হলে ভক্তদের ‘শালীন’ এবং ‘শরীর ঢাকা’ পোশাক পরতে হবে। পশ্চিমি পোশাক পরা নিয়ে আলাদা করে কোনও বিধিনিষেধ জারি না হলেও বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরতে হবে মহিলা ভক্তদের। পরের সপ্তাহ থেকে‌ই এই নয়া নিয়ম কার্যকর হবে। যদি কেউ বিধিনিষেধ না মানেন, তা হলে তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।

মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রতি দিনই লেগে থাকে ভক্তদের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মন্দিরে আসেন। ট্রাস্টের যুক্তি, সব ভক্তেরা এ ধরনের পোশাক দেখতে স্বচ্ছন্দ নন। ট্রাস্টের দাবি, বহু দিন ধরেই বহু ভক্ত মন্দির চত্বরে ‘অশালীন’ পোশাক পরে ঘোরা নিয়ে অনুযোগ জানিয়ে আসছেন। এ ধরনের ‘দৃষ্টিকটু’ পোশাক অনেকেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই এ বার নতুন নিয়মকানুন। এখন থেকে আর ছেঁড়া জিন্স কিংবা খোলামেলা টপ, যাতে শরীরের বেশির ভাগ অংশ উন্মোচিত থাকে, এমন কোনও কিছুই পরা যাবে না।

মন্দির ট্রাস্টের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সন্দীপ রাঠৌড় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘বেশ কিছু দিন ধরেই এমন নানা অভিযোগ আসছিল। এর পরেই গত ১৬ জানুয়ারি মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসেন। সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।’’ তবে সন্দীপ জানিয়েছেন, যাঁরা ভিন্‌রাজ্য থেকে এসেছেন, কিংবা যাঁরা নতুন নিয়ম সম্পর্কে জানেন না, তাঁদের মন্দির দর্শনের জন্য বিকল্প পোশাক রাখার কথাও ভাবা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!