স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জানুয়ারি : মহাকুম্ভে ইতিহাস বদল! মৌনী অমাবস্যায় নাগা সন্তদের আগে পবিত্র স্নান আমজনতার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আবেদনে সাড়া দিয়ে এমনই সিদ্ধান্ত নিলেন আখড়ার প্রধান সন্ন্যাসীরা। ত্রিবেণী সঙ্গমে সাধারণ পুণ্যার্থীদের স্নান শেষ হলে তারপর সেখানে পুণ্যস্নানে নামবেন তাঁরা।
মৌনী অমাবস্যায় মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে প্রায় ১০ কোটি মানুষ জমায়েত করেছিল প্রয়াগরাজে। মঙ্গলবার রাত দুটো নাগাদ পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নানের প্রস্তুতি নেন নাগা সন্ন্যাসীরা। একই সময় সঙ্গমে স্নানে নামার তৎপরতা শুরু করেছিল সাধারণ পুণ্যার্থীরাও। জলে নামার সময় নাগা সন্ন্যাসীদের স্পর্শ করা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। সেই চাপে ব্যারিকেড ভেঙে যায়। তারপরই এই দুর্ঘটনা ঘটে যায়। প্রাণ যায় অন্তত ১০ জনের। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। প্রাথমিকভাবে স্নান বন্ধ রাখা হয় ওই ঘাটে। বেলা ১১টা নাগাদ আবার স্নান শুরু হয়। কিন্তু সেই সময় আর আখড়ার সন্ন্যাসীরা স্নানে নামেননি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর্জি জানিয়েছিলেন, পুণ্যতিথিতে মহাসঙ্গমে ডুব দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে। তাদের আগে স্নানের সুযোগ করে দেওয়ার জন্য আবেদন জানান। সেই আর্জি বিচার করেই সিদ্ধান্ত নেন সন্ন্যাসীরা। এর আগে মহাকুম্ভে কবে এধরনের ঘটনা ঘটেছে, তা কেউ মনে করতে পারছেন না। এদিকে মাঝেরাতে এই দুর্ঘটনা ঘটায় সকাল থেকে বাকি ৪৯টি ঘাটে স্বাভাবিকভাবেই চলে স্নান প্রক্রিয়া। এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এলাকায় রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি। বসানো হয়েছে এআই ক্যামেরাও।