স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জানুয়ারি: মহাকুম্ভে ডুব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুণ্যস্নানে শাহের সঙ্গী হতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব ও অন্যান্য সাধুদের। স্নান সেরে পুত্র জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে গঙ্গা আরতি করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অমিত শাহের কুম্ভ সফরের এই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোমবার অমিত শাহের প্রয়াগরাজ সফর পূর্বনির্ধারিত ছিল। সেই মতো সকাল ১১টা নাগাদ সপরিবারে বিমানে প্রয়াগরাজে উপস্থিত হন তিনি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ শীর্ষ আধিকারিকরা। সেখান থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে পৌঁছন আরেল ঘাটে। স্টিমারে যাওয়ার পথে স্ত্রী সোনাল শাহর সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়াতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এরপর কড়া নিরাপত্তায় ত্রিবেণীতে ডুব দেন শাহ। তাঁর সঙ্গে পুণ্যস্নান করেন জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব-সহ আরও অনেকে। স্নানের সময় শাহের মাথায় জল ঢেলে দিতে দেখা যায় সন্তদের।
প্রায় ১০ মিনিট ধরে সঙ্গমে স্নান করার পর পরিবারকে সঙ্গে নিয়ে গঙ্গাপুজো করেন অমিত শাহ। এক ভিডিওতে দেখা যাচ্ছে জয় শাহর পুত্র অর্থাৎ নিজের নাতিকে কোলে নিয়ে নাতির জন্য সাধুদের আশীর্বাদ নিচ্ছেন অমিত শাহ। জানা যাচ্ছে, প্রায় ৫ ঘণ্টা মহাকুম্ভে থাকবেন শাহ। পুজোপাঠ সেরে কুম্ভে উপস্থিত সাধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাঁদের সঙ্গেই মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে এখনও পর্যন্ত ৬০ লক্ষের বেশি মানুষ আস্থার ডুব দিয়েছেন। এই তালিকায় সাধু-সন্তদের পাশাপাশি রয়েছেন ভিভিআইপি ও সাধারণ মানুষ। নিজের মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই স্নান সেরেছেন যোগী আদিত্যনাথ। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলা এই মেলায় প্রায় ৪৫ কোটি মানুষ স্নান করবেন বলে মনে করা হচ্ছে। রবিবারই এখানে স্নান সেরে গিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। সূত্রের খবর আগামী ৫ ফেব্রুয়ারি স্নানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।