স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :শারীরিক দুর্বলতার কাছে পরাজয় শিকার করল না রোমিও। মেধা দিয়ে রাজ্যবাসীকে তাকে লাগিয়ে দিল মাধ্যমিক উত্তীর্ণ রোমিও। সে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে পা ফেলে চলতে শুরু করেছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। সাধারণের থেকে কোন অংশে পিছিয়ে নেই তারা। পা দিয়ে লিখে মাধ্যমিক পাশ করেছে আমবাসা কমলা ছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
এই ছাত্রের নাম রোমিও রাংখল। একেবারে নায়কের মতই কামাল দেখিয়ে দিল তার অধ্যয়নের জীবনে। এখন সে পড়বে একাদশ শ্রেণীতে। একেবারে আনন্দে আত্মহারা। আনন্দে অভিভূত বাবাও। ধন্যবাদ দিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের। যারা তার ছেলেকে আদর যত্ন করে পড়াশোনা করিয়ে এতোটুকু পর্যন্ত এনেছেন। তার চাল চলনে রয়েছে বিস্তর সমস্যা। ঠিকঠাক ভাবে কথাবার্তা ও বলতে পারে না। অসহায় বাবার এটাই আফসোস। কিভাবে এই গ্রুপে তার পড়াশুনা সেটাই এখন চিন্তার বিষয়। এদিকে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা জানতো রোমিও নিশ্চিতভাবেই পাশ করবে। রোমিও পাস করায় তাদের আশা পূরণ হলো বলে অভিমত ব্যক্ত করেছেন এক শিক্ষিকা। রোমিওর মধ্যে এখনো শৈশবের ছোঁয়া। আর এই ছোঁয়ার মধ্যে থেকেই মাধ্যমিক পাস করাটা তার কাছে বড়ই গর্বের। রোমিও সকলের কাছে আগামী দিনের অনুপ্রেরণা।