স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে তিন দিন ধরে তালা ঝুলছে স্বাস্থ্যকেন্দ্রে। উদাসীন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা। ঘটনা কৈলাশহরের সিঙ্গিরবিল এডিসি ভিলেজ এলাকায়। জানা যায়, কৈলাশহর মহকুমার চন্ডিপুর ব্লকের অন্তর্গত সিঙ্গিরবিল এডিসি ভিলেজে ৪০০ এর ওপরে পরিবারের বসবাস। এখানে একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এখানকার সাধারণ মানুষ এই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবার ওপর নির্ভরশীল। এই উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত দশগ্রাম পাড়া।
সেখানকার সাধারণ মানুষ ও দীর্ঘ ১২ কিলোমিটার পথ অতিক্রম করে সিঙ্গিরবিল উপস্বাস্থ্য কেন্দ্রে আসে চিকিৎসার জন্য। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে সিঙ্গিরবিল উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে দারুন চিকিৎসা পরিষেবা পেয়ে আসছিলেন গ্রামবাসীরা। কিন্তু গত পাঁচ দিন আগে স্বাস্থ্য দপ্তর থেকে এক লিখিত নির্দেশ আসে, সিঙ্গিরবিল থেকে এই উপস্বাস্থ্য কেন্দ্র তুলে নেওয়া হবে। এই উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তর করা হবে ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দপ্তরের আইপিএইচএস ভবনে। এ খবর প্রকাশ্যে আসতে গ্রামের মহিলা পুরুষরা একত্রিত হয়ে এর প্রতিবাদ জানান।
তারা গত সোমবার এই উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। তালা ঝুলিয়ে দেওয়ার তিনদিন অতিক্রান্ত হয়ে গেলেও উদাসীন প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা। গ্রামবাসীদের অভিযোগ উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে লিখিতভাবে জানানো হলেও এ বিষয়ে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গ্রামবাসীরা স্বাস্থ্য দপ্তরকে এই নির্দেশ বদল করার অবিলম্বে দাবি জানিয়েছেন। তাদের দাবি পূরণ না হলে তারা গোটা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন।